দিল্লির ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণ

পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ছবিটি ইন্ডিয়া টুডে টিভির লাইভ থেকে নেওয়া।

ভারতের নয়া দিল্লিতে ইসরায়েল দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার-পাঁচটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি পুলিশ বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার বিকেল ৫টা ৫ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে দিল্লি পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

ইন্ডিয়া টুডে জানায়, বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে আছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, একটি ফুটপাতের কাছে বিস্ফোরণটি ঘটে এবং বিস্ফোরণে কিছু গাড়ির উইন্ডোস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজয় চক থেকে দুই কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থানে এই বিস্ফোরণ ঘটে, যেখানে বিটিং রিট্রিট অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অনেকে উপস্থিত ছিলেন।

ইন্ডিয়া টুডে জানায়, রাজধানীর একটি অত্যন্ত উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় বিস্ফোরণটি ঘটে। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় একটি বোম ডিসপোজাল স্কোয়াডও ডাকা হয়।

দিল্লি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

সূত্র বলছে, ইসরায়েল দূতাবাস থেকে প্রায় ১৫০ মিটার দূরে বিস্ফোরণটি ঘটেছে।

Comments

The Daily Star  | English

Consensus reached to establish permanent HC benches in divisional level: Ali Riaz

Broad agreement among parties regarding decentralisation of the judiciary, he said

2h ago