রুশ ভ্যাকসিনে ইউক্রেনের নিষেধাজ্ঞা

রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেন। আজ শুক্রবার ইউক্রেনের সংসদে ভ্যাকসিনের অনুমোদনের গতি বাড়াতে একটি বিল পাস হয়।
RUSSIA-VACCINE.jpg
রাশিয়ান করোনা ভ্যাকসিন স্পুটনিক ফাইভ। ছবি: রয়টার্স

রাশিয়ার তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউক্রেন। আজ শুক্রবার ইউক্রেনের সংসদে ভ্যাকসিনের অনুমোদনের গতি বাড়াতে একটি বিল পাস হয়।

রয়টার্স জানায়, এ বিল পাসের সময় রুশ ভ্যাকসিনের অনুমোদনের ওপর নিষেধাজ্ঞা দেয় সংসদ। 

ইউক্রেনের সরকার জানায়, ফেব্রুয়ারিতে তারা ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের এক থেকে দুই লাখ ডোজ পাবে বলে বলছে আশা করছে। বিশ্বব্যাপী কোভ্যাক্স প্রকল্পের আওতায় সেগুলো পাওয়া যাবে।

ইউক্রেনে এখনও কোনো ভ্যাকসিন অনুমোদিত হয়নি। তবে দেশটির কর্তৃপক্ষ বেশ কয়েকবার জানিয়েছে যে, তারা রাশিয়ার কোনো ভ্যাকসিন অনুমোদন বা ব্যবহার করবে না।

Comments

The Daily Star  | English

Yunus seeks US support to rebuild Bangladesh, implement reforms

Tells US delegation that Bangladesh is in a significant moment in its history

5m ago