এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হয়।
গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিডিও কনফারেন্স থেকে নেওয়া

২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এই ফল ঘোষণা করা হয়।

গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে প্রকাশ করা এ বছরের ফলে পাসের হার ১০০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন।

পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (http://www.educationboardresults.gov.bd/) গিয়ে ফলাফল দেখতে পারবে।

এর আগে, গত বছরের ৭ অক্টোবর শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতির কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে না। জেএসসি ও এসএসসির ফলাফল মূল্যায়ন করে এইচএসসি পরীক্ষার্থীদের ফল দেওয়া হবে।

গত ২৪ জানুয়ারি পরীক্ষা ছাড়াই উচ্চমাধ্যমিক (এইচএসসি), কারিগরি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে জাতীয় সংসদে আইন পাস হয়েছে। সর্বশেষ আজ ফল প্রকাশ করা হলো।

আরও পড়ুন:

যেভাবে জানা যাবে এইচএসসির ফল

এইচএসসি’র ফল অনলাইনে, শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা

পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে আইন পাস

এইচএসসি পরীক্ষা: আর কোনো বিকল্প ছিল না?

এবছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago