‘মেসিকে বিক্রি না করাটা ছিল বার্সেলোনার বড় ভুল’
বার্সেলোনা ছেড়ে চলে যেতে মনস্থির করে ফেলেছিলেন লিওনেল মেসি। সেই ইচ্ছার কথা জানিয়েও শেষ পর্যন্ত যেতে পারেননি আইনি জটিলতায়। তাকে অনেকটা জোর করে ধরে রাখে স্প্যানিশ জায়ান্টরা। তবে আসছে মৌসুমে এই তারকাকে আর জোর করারও অবস্থা থাকবে না। ফ্রি ট্রান্সফারে দল বদল করতে পারবেন আর্জেন্টাইন সুপারস্টার। আর এতে বার্সার বিশাল এক ভুল দেখছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রিভালদো।
বার্সেলোনার সুখের ঘরে আগুন লাগে মূলত গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিপর্যয়ের পর। করোনাভাইরাসের ধাক্কার পর গত অগাস্ট মাসে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয় বার্সা। এরপরই ক্লাবে বড় রদবদলের সুর ওঠে। অনেকদিন ধরে ক্লাবের নীতিতে ক্ষুব্ধ সেরা তারকা মেসি সিদ্ধান্ত নেন ক্লাব ছাড়ার। বার্সেলোনায় তার আর কিছু দেওয়ার নেই বলেও জানিয়ে দেন। কিন্তু ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজের জটিলতায় শেষ পর্যন্ত পূরণ হয়নি মেসির চাওয়া।
এই মৌসুম পর আর থাকছে না কোনো আইনি জটিলতা। শেষ হয়ে যাচ্ছে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি। স্বাধীন হয়ে যাওয়ায় তিনি চাইলেই বদলাতে পারবেন ক্লাব। বার্সার সাবেক ফরোয়ার্ড রিভালদো মনে করছেন, এতে মোটা অঙ্কের লাভ থেকে বঞ্চিত হবে কাতালান ক্লাবটি। মেসিকে তখন যেতে দিলেই বরং অর্থনৈতিক দিক থেকে ভালো অবস্থায় থাকত দেনায় জর্জরিত বার্সেলোনা। বেটফেয়ারকে তিনি বলেছেন, ‘চুক্তিভুক্ত থাকা মেসিকে বিক্রি না করা ছিল বার্সেলোনার বড় ভুল। রিয়াল মাদ্রিদ ক্রিস্তিয়ানো রোনালদোকে বিক্রি করে যেমন করেছে, বার্সেলোনাও তাই করতে পারত। রিয়াল রোনালদোকে বিক্রি করে ১০ কোটি ইউরো পেয়েছিল।’
‘ক্লাবের অর্থনৈতিক সংকটের মাঝে এতবড় একজন তারকাকে বিনা ট্রান্সফারে চলে যেতে দেখা তাদের জন্য হতাশার, কষ্টের। আর আমার ধারণা, মেসি অবশ্যই চলে যাবে।’
Comments