জিপিএ-৫ গতবারের চেয়ে প্রায় সাড়ে ৩ গুণ বেশি

২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের মূল্যায়নের ফলে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। যা এর আগের বছরের (২০১৯ সাল) তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে প্রকাশ করা এ বছরের ফলে পাসের হার ১০০ শতাংশ।
HSC students
২০১৭ সালের ২ এপ্রিল রাজধানীর নটর ডেম কলেজে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/ স্টার ফাইল ছবি

২০২০ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের মূল্যায়নের ফলে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী। যা এর আগের বছরের (২০১৯ সাল) তুলনায় প্রায় সাড়ে তিন গুণ বেশি। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে প্রকাশ করা এ বছরের ফলে পাসের হার ১০০ শতাংশ।

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করেন।

এর আগে, ২০১৯ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৪৭ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী। তখন মোট পরীক্ষার্থী বিবেচনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ছিল তিন দশমিক ৫৪ শতাংশ।

২০২০ সালের এইচএসসি-সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭। মোট পরীক্ষার্থী বিবেচনায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর হার ১১ দশমিক ৮৩ শতাংশ।

মোট জিপিএ-৫ পাওয়া এক লাখ ৬১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থীর মধ্যে এইচএসসি পরীক্ষার নয়টি বোর্ডে পেয়েছেন এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন, মাদ্রাসা বোর্ডে পেয়েছেন চার হাজার ৪৮ জন ও কারিগরি বোর্ডে পেয়েছেন চার হাজার ১৪৫ জন।

নয়টি বোর্ডে জিপিএ-৫ পাওয়া এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ঢাকা বোর্ডের ৫৭ হাজার ৯২৬ জন, রাজশাহী বোর্ডে ২৬ হাজার ৫৬৮ জন, কুমিল্লা বোর্ডে নয় হাজার ৩৬৪ জন, যশোর বোর্ডে ১২ হাজার ৮৯২ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ১৪৩ জন, বরিশাল বোর্ডে পাঁচ হাজার ৫৬৮ জন, সিলেট বোর্ডে চার হাজার ২৪২ জন, দিনাজপুর বোর্ডে ১৪ হাজার ৮৭১ জন ও ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৪০ জন।

আরও পড়ুন:

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

যেভাবে জানা যাবে এইচএসসির ফল

এইচএসসি’র ফল অনলাইনে, শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েতে নিষেধাজ্ঞা

পরীক্ষা ছাড়া এইচএসসির ফল প্রকাশে আইন পাস

এইচএসসি পরীক্ষা: আর কোনো বিকল্প ছিল না?

এবছর হচ্ছে না এইচএসসি ও সমমানের পরীক্ষা

Comments

The Daily Star  | English

Don’t stop till the dream comes true

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

1h ago