নিখোঁজের ১ মাস পর চট্টগ্রামে উপজেলা জাপা নেতার মরদেহ উদ্ধার

স্টার অনলাইন গ্রাফিক্স
নিখোঁজের এক মাস পরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেনের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) জাকারিয়া রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে আনসার (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করার পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যার পরে আনোয়ার হোসেনের মরদেহ উপজেলার দরবেশহাট সওদাগরপাড়ায় তার খামার বাড়িতে পুঁতে রাখা হয়েছিল।’
জাকারিয়া রহমান আরও বলেন, ‘উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আনোয়ার হোসেন গত এক মাস ধরে নিখোঁজ ছিলেন। তার পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরে পুলিশ তদন্ত শুরু করে। আনোয়ার হোসেনের গরুর খামারে দুই রোহিঙ্গা যুবক কাজ করতেন। হঠাৎ করে তারাও গা ঢাকা দেন। তাদের একজন আনসার। আটকের পরে জিজ্ঞাসাবাদে আনসার পুলিশকে জানিয়েছেন, আনোয়ারকে হত্যার পরে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়েছে। এরপর পুলিশ তাকে নিয়ে আনোয়ার হোসেনের খামার বাড়িতে অভিযান চালায়।’
‘জিজ্ঞাসাবাদে আনসার জানিয়েছেন, আরেক রোহিঙ্গা যুবক মাহমুদুলের সহযোগিতায় আনোয়ার হোসেনের মাথায় কোদাল দিয়ে আঘাত করে হত্যার পরে মরদেহ পুঁতে ফেলেন তারা। তিনি দাবি করেছেন, বকেয়া বেতন না দেওয়ায় তারা আনোয়ারকে হত্যা করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে, পুলিশ মাহমুদুলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে’— বলেন জাকারিয়া রহমান।
Comments