ঝিনাইদহ পৌর নির্বাচন

হরিণাকুণ্ডুতে সংঘর্ষ, গুলি, ব্যালট বাক্স ভাঙচুর

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ এবং ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
Jhinaidoho_Election_30Jan21.jpg
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ এবং ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত
ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষ এবং ব্যালট বাক্স ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
Jhinaidoho2_Election_30Jan21.jpg
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ফারুক হোসেন এবং বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত
 
এরপর প্রায় আধা ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল। জেলা রিটার্নিং অফিসার মো. রোকনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুইপক্ষের সংঘর্ষে দুটি বুথের দুটি ব্যালট বাক্স ক্ষতিগ্রস্ত হওয়ায় কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত ছিল। বর্তমানে ভোটগ্রহণ চলছে।’
 
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ফারুক হোসেন এবং বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাগর হোসেন (৩৮) নামে আওয়ামী লীগের এক সমর্থক আহত হয়েছেন।
Jhinaidoho1_Election_30Jan21.jpg
সংঘর্ষে সাগর হোসেন (৩৮) নামে আওয়ামী লীগের এক সমর্থক আহত হয়েছেন। ছবি: সংগৃহীত
 
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

Comments