ভোলা পৌর নির্বাচন

কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করায় আটক ২

স্টার অনলাইন গ্রাফিক্স
ভোলার দৌলতখান পৌর নির্বাচনে মোবাইল ফোন ব্যবহার করায় দুই জনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার খালেদা আক্তার ন্যান্সী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ‘দৌলতাখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে মোবাইল ফোন ব্যবহার করায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর এজেন্ট আবুল হোসেন ও বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্ট আবদুর রহিমকে আটক করা নির্দেশ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে। এ ছাড়া, আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
 
তিনি আরও বলেন, ‘আমি এখন পর্যন্ত তিনটি কেন্দ্র পরিদর্শন করেছি। এসব কেন্দ্রে ২৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে। সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ ভোট দিতে এসেছেন।’
 
বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত আসনে সাত জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দৌলতখান পৌর নির্বাচনে মেয়র পদে দুই জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে আট জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

The Daily Star  | English

68.45% students pass SSC, equivalent exams; 139,032 get GPA-5

Pass percentage drops by 14.59 points, GPA-5 drops by over 40 thousand

28m ago