সিংড়া পৌর নির্বাচন
কেন্দ্র দখল ও এজেন্টদের মারধরের অভিযোগে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
নাটোরের সিংড়া পৌর নির্বাচনে কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা, এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. তায়জুল ইসলাম। প্রশাসনের বিরুদ্ধেও তিনি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
নাটোরের সিংড়া পৌর নির্বাচনে কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা, এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. তায়জুল ইসলাম। প্রশাসনের বিরুদ্ধেও তিনি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
আজ শনিবার দুপুর ১টায় পৌর বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান, সদস্য সচিব দাউদার মাহমুদ, সাইদুর রহমান সাধুসহ অনেকে।
তায়জুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা থেকে ভোট কাটা শুরু হয়ে গেছে। আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে সিল মারা হচ্ছে নৌকা মার্কায়। এই নির্বাচন বর্জন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই নির্বাচন বর্জন করলাম।’
Comments