শাকিব খানের ঈদের ছবি ‘আগুন’

শাকিব খান অভিনীত আগামী ঈদের ছবি ‘আগুন’। ছবির পরিচালক বদিউল আলম খোকন জানিয়েছেন, এক বছর আগে ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হওয়ার পর নানা জটিলতায় বন্ধ আছে শেষভাগের শুটিং।
শাকিব খান ও জাহারা মিতু।

শাকিব খান অভিনীত আগামী ঈদের ছবি ‘আগুন’। ছবির পরিচালক বদিউল আলম খোকন জানিয়েছেন, এক বছর আগে ‘আগুন’ সিনেমার শুটিং শুরু হওয়ার পর নানা জটিলতায় বন্ধ আছে শেষভাগের শুটিং।

শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো এই সিনেমায় জুটি বেঁধেছেন জাহারা মিতু।

সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে ছবিটির কাজ। কবির বকুলের কথায় মুরাদ নূরের সুরে একটি দ্বৈত গান গেয়েছেন এস আই টুটুল ও নকশী তাবাসসুম।

এস আই টুটুল বলেন, ‘আগুন একটি সুন্দর সিনেমা হতে যাচ্ছে। ছবিটার জন্য সময়োপযোগী একটি রিদমিক গান গাইলাম অনেকদিন পর। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সুরকার মুরাদ নূর বলেন, ‘আমি আমার মেধার প্রমাণ দিতে চাই। ভালো কিছু করার ইচ্ছায় অনেক এক্সপেরিমেন্ট করেছি গানটি নিয়ে। শিল্পীরা দারুণ গেয়েছেন।’

পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘বিগ বাজেটের ছবি আগুন। শাকিব খানের আরেকটি হিট সিনেমা হতে যাচ্ছে এটি। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পাবে বলে আশা করছি।’

এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজসহ অনেকেই।

Comments

The Daily Star  | English

Chief adviser meets cricketers after 'historic success' in Pakistan

Bangladesh national team cricketers, along with coaching staff, and Bangladesh Cricket Board (BCB) officials, started from the BCB headquarters in Mirpur at noon today and are on their way to meet Professor Muhammad Yunus, chief adviser to the interim government, at his office in Tejgaon.

2h ago