ভারতে ৩ বছর কারাভোগ, দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
ভারতে তিন বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে শনিবার বিকেলে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশি।
আজ বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এই ১২ জনের মধ্যে- তিন নারী, দুই শিশু ও সাত জন যুবক আছেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত সাড়ে তিন বছর আগে দালালদের খপ্পরের পড়ে অবৈধ পথে ভারতে যান ফেরত আসা বাংলাদেশিরা। ভারতের ব্যাঙ্গালুরে কিছু এলাকায় বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছরের কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষে ভারতের ব্যাঙ্গালুরের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।
আজ ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছেন বলে জানান তিনি।
ওসি আরও জানান, ইমিগ্রেশন থেকে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামের একটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবেন।
Comments