করোনাভাইরাস

মৃত্যু ২২ লাখ ১৯ হাজার, আক্রান্ত ১০ কোটি ২৫ লাখের বেশি

Corona_20Ja21.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন ২২ লাখ ১৯ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৫ লাখের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি ৬৭ লাখ মানুষ।

আজ রোববার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২২৯ জন এবং মারা গেছেন ২২ লাখ ১৯ হাজার ২৯০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন পাঁচ কোটি ৬৭ লাখ ২৮ হাজার ৮৭০ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৬০ লাখ ৬৮ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন চার লাখ ৩৯ হাজার ৪২০ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯১ লাখ ৭৬ হাজার ৯৭৫ জন, মারা গেছেন দুই লাখ ২৩ হাজার ৯৪৫ জন এবং সুস্থ হয়েছেন ৮১ লাখ ৪৮ হাজার ৬৭১ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি সাত লাখ ৪৬ হাজার ১৮৩ জন, মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ২৭৪ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি চার লাখ ২৩ হাজার ১২৫ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৭৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৫৭ হাজার ২৩০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৪ লাখ তিন হাজার ৬৪ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৮৪৮ জন, মারা গেছেন চার হাজার ৮১৪ জন এবং সুস্থ হয়েছেন ৯২ হাজার ৩২১ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ৩৪ হাজার ৭৭০ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আট হাজার ১১১ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৭৯ হাজার ২৯৭ জন।

Comments

The Daily Star  | English

Leather legacy fades

As the sun dipped below the horizon on Eid-ul-Azha, the narrow rural roads of Kalidasgati stirred with life. Mini-trucks and auto-vans rolled into the village, laden with the pungent, freshly flayed cowhides of the day’s ritual sacrifices.

18h ago