বাংলাদেশের কাছে ৫ হাজার ভ্যাকসিন চেয়েছে হাঙ্গেরি

বাংলাদেশের কাছে করোনাভাইরাসের পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন চেয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি। এ ছাড়া, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে ভ্যাকসিন চেয়েছে। আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানিয়েছেন।
শাহরিয়ার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশের কাছে করোনাভাইরাসের পাঁচ হাজার ডোজ ভ্যাকসিন চেয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি। এ ছাড়া, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে ভ্যাকসিন চেয়েছে। আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে, সেখান থেকে আমরা দেবো। বলিভিয়াও আমাদের কাছে টিকা চেয়েছে. সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’

বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সরকারের কেনা ৫০ লাখ ডোজ এবং উপহার হিসেবে ভারতের পাঠানো ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে। আগামী পাঁচ মাসে আরও আড়াই কোটি ডোজ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিন সব মিলিয়ে মোট ২৬ জনকে ভ্যাকসিন দেওয়া হয়। পরদিন ঢাকার পাঁচটি হাসপাতালে ৫৪১ জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়।

টিকা নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি, বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হোক।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago