পৌর আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুজ্জামান শরীফ টিটু হত্যা মামলার ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একইসঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
Khulna_AL_Leader_Killed_31J.jpg
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আসাদুজ্জামান শরীফ টিটু হত্যা মামলার ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একইসঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ১৫ জনকে মুক্তি দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, চৌধুরী মশিউর রহমান, অলী উল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার, জিহাদ চৌধুরী, সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কার চৌধুরী, সোহেল চৌধুরী, শহীদুল শেখ ও পলাশ খান ওরফে মফিজুর খান।

মামলার নথি অনুযায়ী, নড়াইলের চর সিংগাতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে আসামিরা টিটুকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর দিন টিটুর ভাই মোহাম্মদ আশিকুজ্জামান শরীফ বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৪ জুলাই মামলাটির তদন্তকারী কর্মকর্তা নড়াগাতী থানার উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র মণ্ডল ৩১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান বলেন, ‘৩৫ জনের মধ্যে ৩১ জনের স্বাক্ষ্য নিয়ে আদালত আজ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে চার জন পলাতক।’

Comments

The Daily Star  | English

Dhaka stares down the barrel of water

Once widely abundant, the freshwater for Dhaka-dwellers continues to deplete at a dramatic rate and threatens to disappear far below the ground.

21m ago