নিউজিল্যান্ডে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েও বাদ হাফিজ

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেট বোর্ডের সঙ্গে মতের অমিলের কারণেই রাখা হয়নি ৪০ পেরিয়েও দারুণ খেলা যাওয়া অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
mohammad hafeez
ফাইল ছবি: এএফপি

নিউজিল্যান্ডে প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু পরের দুই ম্যাচে মোহাম্মদ হাফিজ করেন অপরাজিত ৯৯ ও ৪১ রান। যার শেষটিতে দলও জিতেছিল। অমন দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা হলো না তার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেট বোর্ডের সঙ্গে মতের অমিলের কারণেই রাখা হয়নি ৪০ পেরিয়েও দারুণ খেলা যাওয়া অভিজ্ঞ এই ক্রিকেটারকে।

বর্তমানে আবুধাবিতে টি-টেন লিগে খেলছেন হাফিজ। সেখান থেকে এসে শুক্রবার দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি চেয়েছিলেন হাফিজ। কিন্তু বুধবারেই টি-টোয়েন্টি দলের ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তান। হাফিজের সঙ্গে এই নিয়ে তাই হয় মতবিরোধ। তাতেই কাটা পড়ে তার নাম।

টি-টোয়েন্টি দলে নেই ব্যাটসম্যান ফখর জামান, অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও শাদাব খান। শাদাব চোট থেকে সেরে উঠেননি। ইমাদ নেই ব্যক্তিগত কারণে। দলে এসেছেন পেসার হাসান আলি।

১১ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), হায়দার আলি, খুশদিল শাহ, হুসাইন তালাত, দানিশ আজিজ, আসিফ আলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, জাফর গোহার, ফাহিম আশরাফ, আমির ইয়ামিন, আমাদ বাট, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলি, উসমান কাদির, জাহিদ মেহমুদ।

Comments

The Daily Star  | English

Onion prices surge in Dhaka after India’s export ban extension

Retailers were selling the homegrown variety of onion at Tk 204 a kg at Karwan Bazar today, compared with Tk 130 on Thursday

53m ago