কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু-কিশোরীর মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে শিশু সামিয়া ও কিশোরী তাসফির মৃত্যু হয়েছে। আজ রোববার উত্তর ধূরুং ও বড়ঘোপ ইউনিয়নে পৃথক পানিডুবির ঘটনায় তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকাল ৫টায় উত্তর ধূরুং ইউনিয়নের চাইন্দার পাড়ার কাইসারের মেয়ে সামিয়া (৪) বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একইদিন বিকাল সাড়ে ৫টায় পুকুরে ডুবে যায় বড়ঘোপ ইউনিয়নে ফৈত্যার পাড়ার নেজাম উদ্দিনের মেয়ে তাসফি (১৭)। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Comments