নির্বাচনে কারচুপির অভিযোগে ভাসানীর কন্যার অবস্থান ধর্মঘট

পৌরসভা নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করেছেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খাতুন ভাসানী। মাহমুদা খাতুনের ছেলে মাহমুদুল হক শানু এবার টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন।
টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে মাওলানা ভাসানীর মেয়ে মাহমুদা খাতুন ভাসানীর অবস্থান ধর্মঘট। ছবি: স্টার

পৌরসভা নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করেছেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খাতুন ভাসানী। মাহমুদা খাতুনের ছেলে মাহমুদুল হক শানু এবার টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন।

নির্বাচন বাতিল করে আবার ভোট গ্রহণের দাবিতে আজ সন্ধ্যা সাতটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন মাহমুদা। মাহমুদুল এসময় তার মায়ের পাশে ছিলেন। রাত সাড়ে আটটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অবস্থান ধর্মঘট চলছিল।

মাহমুদুল সাংবাদিকদের অভিযোগ করে বলেন, শনিবার অনুষ্ঠিত টাঙ্গাইল পৌরসভার নির্বাচনে সারাদিন বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। অনিয়মের ব্যাপারে নির্বাচন কমিশনকে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ভোট বাতিল এবং পুনর্নির্বাচনের দাবিতে সোমবার শহরে মানববন্ধন হবে। মানববন্ধনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ৩০ জানুয়ারি টাঙ্গাইল পৌরসভাসহ জেলার পাঁচটি পৌরসভায় ভোট হয়। সবগুলো পৌরসভাতেই আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মাহমুদুল হক শানুর চেয়ে প্রায় তিন গুন বেশি ভোট পেয়ে মেয়র হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজুল হক খান আলমগীর।

Comments

The Daily Star  | English

Tawfiq-e-Elahi arrested in Gulshan

Former prime minister Sheikh Hasina's Energy Adviser Tawfiq-e-Elahi Chowdhury was arrested from Dhaka's Gulshan tonight.

4h ago