অভ্যুত্থান মেনে না নেওয়ার আহ্বান সু চির
মিয়ানমারের ডি-ফ্যাক্টো নেতা অং সান সু চি দেশটির জনগণের প্রতি যেকোনো অভ্যুত্থান প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার সেনাবাহিনীর হাতে আটক হওয়ার আগে তিনি এ আহ্বান জানান বলে দাবি করেছে তার রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)।
এনএলডির সভাপতির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ‘অভ্যুত্থান মেনে না নেওয়ার’ জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন সু চি।
ওই পোস্টে আরও বলা হয়, সেনাবাহিনীর এই কার্যক্রম করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে মিয়ানমারের চলমান প্রচেষ্টাকে বিপর্যস্ত করতে পারে।
পোস্ট অনুযায়ী, সু চি ২০০৮ সালের বিতর্কিত সেনাপ্রণীত সংবিধান মেনে নেননি।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এই সংবিধান মেনেই চলছেন।
সংবিধান অনুযায়ী, দেশটির সেনাবাহিনী চলমান রাজনীতিতে শক্তিশালী ভূমিকা পালন, স্বরাষ্ট্র, সীমান্ত ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ এবং নির্দিষ্ট সংখ্যক সংসদীয় আসন পাবে।
মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে অপসারণ করে ক্ষমতা দখলের পর এক বছরের জন্য দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
Comments