বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
বরগুনার আমতলী উপজেলায় লোহার রড দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানান আমতলী থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার।
ওসি জানান, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহত নারীর নাম রাবেয়া বেগম। তার স্বামী ওলিউল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হসাপাতালে পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় নিহত রাবেয়ার বাবা বাদী হয়ে আমতলী থানায় একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাবেয়ার সঙ্গে অভিযুক্ত ওলিউল্লাহর সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয়। পারিবারিক কারণে তাদের মধ্যে কলহ লেগেই থাকত। এর জেরে আজ সকালে অভিযুক্ত স্বামী লোহার রড দিয়ে আঘাত করলে রাবেয়া অচেতন হয়ে পড়ের। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে তাকে মৃত অবস্থায় পায়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।
Comments