সুইস ব্যাংকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে রিট

সুইস ব্যাংকসহ অন্যান্য বিদেশি ব্যাংকে বাংলাদেশি নাগরিক ও প্রতিষ্ঠানের পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতকে নির্দেশনা দেওয়ার অনুরোধ করে একটি রিট আবেদন করা হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আবদুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস জনস্বার্থে এ রিট আবেদন করেন।
যৌথভাবে করা এ আবেদনে তারা বিদেশি ব্যাংকে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ জমা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে হাইকোর্টকে অনুরোধ করেন।
আবেদনে বিদেশি ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা দেওয়ার বিষয় সম্পর্কে জানতে ও নিয়ন্ত্রণে একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করতেও অনুরোধ জানানো হয়।
এ ছাড়া, আবেদনে হাইকোর্টকে একটি রুল জারি করে বিদেশি ব্যাংকে অবৈধভাবে বাংলাদেশিদের অর্থ জমা করা বন্ধে কর্তৃপক্ষের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার জবাব চাইতেও বলা হয়।
আগামীকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আবেদনের শুনানি করতে পারেন বলে সুবীর নন্দী দাস দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
Comments