বরগুনায় সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ২
বরগুনার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় রেহেনা বেগম (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার তিন বছর বয়সী কন্যা রিয়ামণি ও চাচি শাশুড়ি পিয়ারা বেগম (৫৫) আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার শাখারিয়া বাস স্ট্যান্ড এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রেহেনা বেগম আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের আফজাল হোসেনর স্ত্রী। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত তিন জন বাসে আমতলী থেকে পটুয়াখালী আসছিলেন। শাখারিয়া এলাকায় পৌঁছালে গলাচিপা থেকে আসা একটি বাস তাদের বাসকে ধাক্কা দেয়। এতে তিন জন রাস্তায় ছিটকে পড়েন। তাদের বহন করা বাসটি রেহেনা বেগমকে চাপা দেয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনার জেনারেল হাসপাতালে পাঠনো হয়েছে। আমরা বাসটি জব্দ করেছি। তবে বাসের চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।’
Comments