করোনার কারণে এখন বড় একটা কারাগারে বন্দি আছি: প্রধানমন্ত্রী
করোনার কারণে এখন বড় একটা কারাগারে বন্দি আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ অধিবেশনের শেষ কার্যদিবসে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, সংসদ অধিবেশন চলার সময় সবার সঙ্গে দেখা হয়, অনেক সুন্দর সময় কাটে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তো বলতে গেলে অনেকটা বড় একটা কারাগারে বন্দি আছি। সংসদ চলার সময় আসি। সকলের সাথে দেখা হয়। অনেক সুন্দর সময় কাটে।’
এ সময় সংসদ নেতা শেখ হাসিনা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অধিবেশনের জন্য সংসদ সচিবালয়সহ যেসব বিভাগ বা সংস্থার কর্মকর্তা-কর্মচারী কাজ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ সম্মানী ভাতা প্রদানের সুপারিশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর জন্য তিনি সব সময় দোয়া করেন। সবাই যেন করোনা থেকে মুক্তি পায়।
Comments