সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আটক ৪
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু-পাথর তোলার সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিক কামাল হোসেনকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত চার জনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় আজ (মঙ্গলবার) দুপুর পর্যন্ত কোন মামলা না হলেও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার উপপরিদর্শক দীপংকর বিশ্বাস।
তিনি বলেন, ‘সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত ওই এলাকার চার জনকে আটক করেছে পুলিশ। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।’
আটককৃতরা হলেন ফয়সাল আহমদ (১৯), আনহারুর ইসলাম (২০), তাহির হোসেন (২২) ও মাসরিবুল ইসলাম (২৬)। তারা সবাই তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জ শহরের আলতাফ উদ্দিন স্কয়ারে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন চলছে দীর্ঘদিন ধরেই। সোমবার দুপুর দেড়টার দিকে তাহিরপুরের ঘাগটিয়া এলাকায় সেই সংবাদ সংগ্রহে সেখানে যান দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কামাল হোসেন।
তখন বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িতরা তাকে মারধর করে স্থানীয় বাজারে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।
আহত কামালকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
Comments