সু চির দলীয় কার্যালয় সেনা-পুলিশের নিয়ন্ত্রণে

Myanmar-1.jpg
সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মান্দালয়ের আঞ্চলিক কার্যালয়। ছবি: মিয়ানমার টাইমস

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে আটক অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) মান্দালয়ের আঞ্চলিক কার্যালয়ের নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনী ও পুলিশের হাতে।

পুলিশ কার্যালয়টি বন্ধ করে দিয়েছে বলে আজ মঙ্গলবার জানিয়েছে মিয়ানমার টাইমস।

গতকাল রাতে ওই কার্যালয়ে অবস্থান করা দলের নেতা-কর্মীদের বের করে দিয়ে এর নিয়ন্ত্রণ নেয় পুলিশ।

এনএলডি ঘনিষ্ঠ এক সূত্র জানায়, পুলিশ ওই এলাকায় চলাচল সীমিত করে দিয়েছে এবং এখন কার্যালয়ের ভেতরে তল্লাশি চালাচ্ছে।

এনএলডির তথ্য কমিটির এক সদস্যের বরাত দিয়ে মিয়ানমার টাইমস জানায়, মান্দালয়ের মুখ্যমন্ত্রী এখন গৃহবন্দী আছেন এবং সাগাইংয়ের মুখ্যমন্ত্রী ইউ মিন্ট নাইংকে হুলতাউ চত্বরে রাখা হয়েছে।

মান্দালয়ের আঞ্চলিক সরকার ও মান্দালয় সিটি ডেভেলপমেন্ট কমিটির কার্যালয় এখন সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি ব্যাটালিয়নের নিয়ন্ত্রণে। এ ছাড়া, মন্ত্রিসভার মন্ত্রীদের আবাসিক ভবনের নিয়ন্ত্রণও এখন তাদের হাতে।

গত নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী রাষ্ট্রপতি ইউ উইন মিন্ট ও স্টেট কাউন্সেলর অং সান সু চিকে আটক করে এবং এক বছরের জন্য দেশে জরুরি অবস্থা জারি করে।

সরকারের অনেক মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অনেকেই তাদের হাতে আটক হয়েছেন এবং তাদের সম্পর্কে এখন সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

Comments

The Daily Star  | English

Ishraque holds DSCC meeting as 'mayor'

Organisers said the event aimed to ensuring a cleaner Dhaka and improve civic services

1h ago