করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের পাশে মানুষের জন্য ফাউন্ডেশন
করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে মাসব্যাপী অর্থ সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলোপমেন্ট অফিসের (এফসিডিও) সহায়তায় গত ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী কর্মসূচিতে মানুষের জন্য ফাউন্ডেশন ৩৫টি জেলায় ইপিআর প্রকল্পের আওতায় ১৫ হাজার ৩৮০ জনকে সহায়তা দেবে।
করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক নারীদের জীবনযাত্রার মানোন্নয়নে মাসব্যাপী অর্থ সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে মানবাধিকার সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলোপমেন্ট অফিসের (এফসিডিও) সহায়তায় গত ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী কর্মসূচিতে মানুষের জন্য ফাউন্ডেশন ৩৫টি জেলায় ইপিআর প্রকল্পের আওতায় ১৫ হাজার ৩৮০ জনকে সহায়তা দেবে।
প্রত্যেক উপকারভোগীকে সাত হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। ৪২ অংশীদার বেসরকারি সংস্থাকে (এনজিও) অন্তর্ভুক্ত করে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে উপকারভোগীদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা প্রস্তুত করতে ৩৯১ জনের নাগরিক কমিটিও অংশ নেয়।
উপজেলা প্রশাসনের দেওয়া উপকারভোগীদের নামের তালিকা ইউনিয়ন পরিষদ মূল্যায়ন করেছে। এতে প্রান্তিক পর্যায়ের দরিদ্র নারী, পার্বত্য চট্টগ্রাম ও সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত ও হরিজন সম্প্রদায়, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গ, জেলে, হতদরিদ্র গৃহিনী, বিধবা এবং নির্যাতনের শিকার নারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুক্তরাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেছেন, ‘ব্রিটিশ সরকারের সহায়তা খুবই প্রশংসনীয়। এই অর্থ সহায়তা দিয়ে অন্তত ১৫ হাজার প্রান্তিক নারীর ক্ষমতায়ন করা যাবে। এর মাধ্যমে তারা টেকসই জীবিকার সুযোগ পাবে।’
এফসিডিও’র সহায়তায় গত বছরের সেপ্টেম্বরে মানুষের জন্য ফাউন্ডেশন অগ্রাধিকার ভিত্তিতে ৩৮টি জেলায় ২৩ হাজার প্রান্তিক পরিবারের মধ্যে সাড়ে ৫৭ মিলিয়ন টাকা সফলভাবে বিতরণ করেছে।
Comments