সু চির বিরুদ্ধে মিয়ানমার পুলিশের মামলা

Aung San Suu Kyi
অং সান সু চি। ছবি: রয়টার্স ফাইল ফটো

আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারে আটককৃত স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে মামলা করেছে মিয়ানমার পুলিশ। এ বিষয়ে তদন্তের জন্য সু চিকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আটক রাখা হবে।

আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত পুলিশের নথি দেখেছে বলে আল জাজিরা জানিয়েছে।

মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি থানা থেকে পাওয়া নথিতে বলা হয়, সু চির বাসভবন তল্লাশি করে সেনা কর্মকর্তারা রেডিও খুঁজে পেয়েছেন, যা অবৈধভাবে আমদানি করা হয়। এ ধরনের রেডিও ব্যবহারের অনুমতিও ছিল না বলে নথিতে বলা হয়।

মিয়ানমার পুলিশ দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ওই অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:

মিয়ানমারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বিবৃতি আটকে দিলো চীন

মিয়ানমারে আমাদের বিনিয়োগে প্রভাব পড়বে না: জাপান

মিয়ানমারে চীনের বিনিয়োগে বিলম্ব ঝুঁকি

যুক্তরাষ্ট্রের অবরোধ ঝুঁকিতে মিয়ানমার

‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’

রোহিঙ্গা প্রতিক্রিয়া: সু চি-সেনাবাহিনী একই

অভ্যুত্থান মেনে না নেওয়ার আহ্বান সু চির

যে কারণে সু চিকে সরিয়ে ক্ষমতা নিলো সেনাবাহিনী

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

‘নির্বাচনে কারচুপি’র অজুহাতে মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থান

মিয়ানমারে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র চায় বাংলাদেশ

ফেসবুকে ঘোষণা দিয়ে মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

ধীর গতির ইন্টারনেট, মিয়ানমারে ব্যাংকিং কার্যক্রম বন্ধ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান, সু চি আটক

Comments