বাংলাদেশকে তিনশর আগেই আটকাতে চায় উইন্ডিজ

দিনশেষে জোমেল ওয়ারিকান বললেন, তিনশোর মধ্যেই বাংলাদেশকে বেঁধে ফেলতে দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণ চালাবেন তারা।
jomel warrican
ছবি: ফিরোজ আহমেদ

শুষ্ক উইকেটে প্রথম দিনে বোলারদের জন্য ছিল না বাড়তি সুবিধা। টার্ন কিংবা অসমান বাউন্স কোনোটাই না থাকায় ব্যাটসম্যানদের টিকে থাকা ছিল সহজ। এমন উইকেটেও প্রথম দিনে বাংলাদেশের ৫ উইকেট ফেলে দিয়েছে উইন্ডিজ। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হলেও তিনশর মধ্যেই বাংলাদেশকে আটকে রাখতে চায় তারা।

বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনে দেখা যায়নি বোলারদের দাপট। আহামরি কোনো টার্ন আদায় করতে পারেননি স্পিনাররা। চাইলেই টিকে থাকা যায় এমন উইকেটে ৫ উইকেটে ২৪২ রান করে দিন শেষ করেছে বাংলাদেশ। এর মধ্যে তিনটি আউট নিয়ে বড় আক্ষেপ থাকবে স্বাগতিকদের।

উইন্ডিজ অবশ্য আর ৫৮ রানের মধ্যেই বাংলাদেশের বাকি সব উইকেট ফেলে দিতে চায়। দিনশেষে জোমেল ওয়ারিকান বললেন, তিনশোর মধ্যেই বাংলাদেশকে বেঁধে ফেলতে দ্বিতীয় দিনের শুরু থেকেই আক্রমণ চালাবেন তারা, ‘বাংলাদেশের খেলোয়াড়রা স্পিন ভালো খেলে। কাজেই নিখুঁত থাকা দরকার ছিল। কাল (বৃহস্পতিবার) দ্রুত ওদের গুটিয়ে দিতে চাই। তিনশোর ভেতর আটকে রাখতে চাইব।’

পুরো দিনে সর্বোচ্চ ২৪ ওভার বল করে ৫৮ রানে ৩ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার ওয়ারিকান জানালেন, প্রথম দিনে উইকেট কথা বলেছে ব্যাটসম্যানদের পক্ষে, তবে দিন গড়াতেই দখল নেবেন স্পিনাররা, ‘উইকেট ব্যাটসম্যানদের জন্য বেশ ভালো। এটা বাংলাদেশের প্রথম দিনের চিরায়ত উইকেটগুলোর মতো। সেজন্য আমাদের নিখুঁত থাকা দরকার ছিল, ভালো জায়গায় বল ফেলা দরকার ছিল। যেটা আমরা কিছুটা করতে পেরেছি।’

‘তবে ম্যাচ যত এগোবে, উইকেট থেকে স্পিনাররা তত সহায়তা পাবেন।’

মুমিনুল হককে আউট করে উইকেট নেওয়া শুরু ওয়ারিকানের। তার বলে বাজে শটে মিড উইকেটে ক্যাচ দিয়ে ইনিংসের ইতি টানেন বাংলাদেশের অধিনায়ক। এরপর সাদমান ইসলাম হন এলবিডাব্লিউ। যদিও বাংলাদেশ রিভিউ নিলে এই উইকেট পেত না ক্যারিবিয়ানরা। নতুন বল নেওয়ার খানিক আগে মুশফিকুর রহিমকে স্লিপে ক্যাচ বানিয়ে তৃতীয় উইকেট তুলে নেন ওয়ারিকান।

নিজের বোলিং নিয়ে বেশ স্বস্তি তার কণ্ঠে, ‘আমার জন্য খুব ভালো দিন। তিনটা উইকেট পেলাম। এর মধ্যে দুইটা ছিল ভাইটাল। আশা করি, কাল ফিরে এসে বাকি উইকেটগুলো নিতে পারব, যা দলের কাজে লাগবে।’

‘মুশফিকের উইকেট (স্পেশাল), স্লিপে যেটা ক্যাচ বানালাম। কারণ, নতুন বল নেওয়ার আগে আমাদের একটা উইকেট দরকার ছিল। এই কারণে এটা স্পেশাল।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago