পাহাড় কাটায় এলজিইডি প্রকৌশলী, ঠিকাদার ও সাব ঠিকাদারকে ৭ লাখ টাকা জরিমানা
বান্দরবানে পাহাড় কাটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বান্দরবান ইউনিটের একজন প্রকৌশলী, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং একজন সাব ঠিকাদারকে সাত লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করা হয়েছে বলে জানান, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।
তিনি বলেন, বান্দরবান পার্বত্য জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর পক্ষে সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন, মো. ইউনুস এন্ড ব্রাদার্স এবং সাব কন্টাক্টর বিজয় আইসকে বান্দরবানের দুর্গম লামা উপজেলায় সড়ক উন্নয়নের নামে পাহাড় কাটার জন্য সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে সত্যতা পাওয়ার পর এই জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।
যোগাযোগ করা হলে সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
পরবর্তীতে কথোপকথনের এক পর্যায়ে বলেন, তিনি শুনানিতে উপস্থিত ছিলেন এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে তাকে অযথাই হয়রানি করা হচ্ছে।
Comments