রাশিয়া থেকে গম আমদানির প্রস্তাব বাতিল, শর্ত সাপেক্ষে মিয়ানমার থেকে আসবে চাল
মূল্য বেশি হওয়ায় রাশিয়া থেকে এক লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব বাতিল করেছে সরকারি ক্রয় কমিটি। তবে, মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন চাল আনার প্রস্তাব শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য চারটি ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির অনুমোদনের জন্য নয়টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে, অর্থ সংক্রান্ত কমিটির তিনটি প্রস্তাব এবং ক্রয় কমিটির টেবিলে উপস্থাপিত একটিসহ মোট নয়টির মধ্যে আটটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
অননুমোদিত প্রস্তাবনার একটি হলো- অর্থ সংক্রান্ত কমিটির রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে রাশিয়া থেকে এক লাখ মেট্রিক টন গম কেনার লক্ষ্যে পিপিআর ২০০৮ এর বিধি ৭৬ (২)-তে উল্লিখিত মূল্য সীমার ঊর্ধ্বের ক্রয়ের নীতিগত অনুমোদন প্রস্তাব।
অননুমোদিত অপর প্রস্তাবটি হলো- ক্রয় কমিটির রাশিয়া থেকে সরকার থেকে সরকার পর্যায়ে এক লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব।
এতে আরও বলা হয়, অর্থ সংক্রান্ত কমিটির রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল কেনার লক্ষ্যে পিপিআর ২০০৮ এর বিধি ৭৬ (২)-তে উল্লিখিত মূল্য সীমার ঊর্ধ্বের ক্রয়ের নীতিগত অনুমোদন প্রস্তাব এবং ক্রয় কমিটির মিয়ানমার রাইস ফেডারেশন থেকে সরকার থেকে সরকার পর্যায়ে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব দুটি শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে।
আজ বিকেলে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে অর্থমন্ত্রী মিয়ানমার থেকে চাল আনার প্রস্তাব স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করলেও, অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য বিভ্রাটের বিষয়ে সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে।
Comments