হয়রানির অভিযোগে হাতিরঝিল এলাকা থেকে আটক ৫৪

দর্শনার্থীদের হয়রানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে পুলিশ।
স্টার অনলাইন গ্রাফিক্স

দর্শনার্থীদের হয়রানির অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গতকাল হাতিরঝিল থানা পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের (ডিএম‌পি) একটি বি‌শেষ দল তাদের আটক করে।

পরবর্তীতে যাচাই-বাছাই শেষে ৪৩ জনকে শর্ত সা‌পে‌ক্ষে অভিভাবকের জিম্মায় দেওয়া হয় এবং বাকি ১১ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

সম্প্রতি পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স শাখা পরিচালিত ফেসবুক পেজে একজন জানান, হাতিরঝিল এলাকায় অবসরে বিনোদন এবং সুন্দরভাবে সময় কাটানোর জন্য আসা বিনোদনপ্রেমীরা কিছু কিশোর কর্তৃক হয়রানির শিকার হচ্ছেন। তাদের নিরাপত্তা প্রদানের জন্য পুলিশের প্রয়োজনীয় আয়োজন থাকা সত্ত্বেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য পুলিশ সদর দপ্তর থেকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৭ জানুয়ারি থেকে হাতিরঝিল ও আশে পাশের এলাকায় পোশাকে ও সাদা পোশাকে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ১৫৬ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago