ভ্যাকসিন: ‘অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন দেড় লাখ মানুষ’
করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত অনলাইনে দেড় লাখের মতো মানুষ রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ রাজধানীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কতজন ভ্যাকসিন নেবেন, সেই সংখ্যা গুরুত্বপূর্ণ নয়। কারণ, টিকাদান কর্মসূচির প্রথম মাসে অনলাইনে রেজিস্ট্রেশনে তেমন প্রতিক্রিয়া না পাওয়ায় সরকার ৬০ লাখের পরিবর্তে ৩৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
‘কখন, কতজনকে ভ্যাকসিন দেওয়া হবে, তা গুরুত্বপূর্ণ নয়। আমরা বছরব্যাপী যত ভ্যাকসিন পাব, সবই দেশের মানুষকে দিতে থাকব’, বলেন তিনি।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
Comments