ইসিকে বিতর্কিত করার জন্যে ৪২ নাগরিক অভিযোগ করছেন: কবিতা খানম

নির্বাচন কমিশনার কবিতা খানম

নির্বাচন কমিশনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে রাষ্ট্রপতির কাছে ৪২ নাগরিকের অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ইসিকে বিতর্কিত করতে কেউ কেউ এর নামে বিভিন্ন অভিযোগ করছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ইসি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের আগের চাকরিতে যে রকম স্বচ্ছ ছিলাম, এখনও সেভাবেই আমরা স্বচ্ছ আছি। সারা জীবন স্বচ্ছ থেকেছি, মাত্র পাঁচ বছরের জন্য এখানে দায়িত্ব নিয়ে নিশ্চয়ই নিজেদের বিতর্কিত করব না।’

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘গুরুতর আর্থিক দুর্নীতি ও নির্বাচন সংক্রান্ত অনিয়ম’ এর অভিযোগ তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে ৪২ বিশিষ্ট নাগরিক দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতির কাছে চিঠি দেওয়ার পর কবিতা খানম এই মন্তব্য করলেন।

নাগরিকদের পক্ষে দ্বিতীয়বার চিঠি দেওয়ার পর সুপ্রিম কোর্টের ১০১ জন আইনজীবী রাষ্ট্রপতির কাছে একই অনুরোধ জানিয়ে আরেকটি চিঠি দেন। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘যেহেতু রাষ্ট্রপতির কাছে অভিযোগ করেছেন, এ ব্যাপারে আমার কিছু বলার নেই।’

প্রশিক্ষণের নামে আর্থিক অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘প্রশিক্ষণ যখন থেকে চলছে, তখন থেকেই প্রশিক্ষণার্থীদের অনারিয়াম দেওয়া হচ্ছে। এখনও দেওয়া হয়। কমিশন থেকে এর অনুমোদন আছে।’

ইসির প্রশিক্ষণ ব্যয় সংক্রান্ত অডিট আপত্তির বিষয়ে তিনি বলেন, ‘অডিট আপত্তি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই আসতে পারে। এটা দুর্নীতি না। টাকাটা সঠিকভাবে খরচ করেছি কিনা, এজন্যই অডিট হয়।’

Comments

The Daily Star  | English

Bangladesh, Pakistan, China launch trilateral cooperation mechanism

A working group will be formed to follow up on and implement the understandings reached during the meeting

2h ago