‘আল্লাহর দল’ এর সহ-অধিনায়ক গ্রেপ্তার

জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সহ-অধিনায়ক শেখ কামালকে ঢকার তেজতুরী বাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার সঙ্গে পৃথক আরও এক অভিযানে জঙ্গি সংগঠনটির মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এটিইউ এর পুলিশ সুপার (গোয়েন্দা) এমএম হাসানুল জাহিদ দ্য ডেইলি স্টারকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৬টার দিকে তেজগাঁও থানাধীন ফার্মগেটের তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে শেখ কামাল ও মো. সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে, রাত ৮টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকার শেরে বাংলা রোডে অভিযান চালিয়ে অন্য তিন জনকে গ্রেপ্তার করা হয়।
শেখ কামাল হোসেন ২০২০ সালের জানুয়ারি থেকে আল্লাহর দলের সহ-অধিনায়ক এর দায়িত্বে ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গ্রেপ্তার পাঁচ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
Comments