স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডিসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুন-উর-রশিদসহ আট জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন আজ এ মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন—সচেতন সাহায্য সংস্থার নির্বাহী পরিচালক জেসমিন রশিদ, প্রেসিডেন্ট হাসনা হেনা, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপক শোয়েব মাহমুদ তুহিন, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শেখ মোহাম্মদ মুনসুরুল করিম ও সাবেক ভাইস-প্রেসিডেন্ট আমিনুল ইসলাম।
মামলার বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে কাগুজে প্রতিষ্ঠান সচেতন সাহায্য সংস্থার জন্য চার কোটি টাকা ঋণ মঞ্জুর করেন।
২০১৭ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জুনের মধ্যে এই আত্মসাতের ঘটনা ঘটে। এ ঋণের টাকা কখনোই শোধ করা হয়নি এবং পুরো টাকার অপব্যবহার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
Comments