বাংলাদেশে বেসরকারিভাবে বিক্রির ভ্যাকসিন দিতে দেরি করছে সেরাম: রয়টার্স
বাংলাদেশে বেসরকারিভাবে বিক্রির জন্য করোনা ভ্যাকসিনের প্রথম চালান সরবরাহে দেরি করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই)। বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।
বেক্সিমকোর উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, সেরাম সরকারি টিকাদান কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে।
বেক্সিমকো বাংলাদেশে সেরাম উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের একমাত্র পরিবেশক। বাংলাদেশের টিকাদান কর্মসূচির জন্য সেরামের কাছ থেকে মোট তিন কোটি ডোজ ভ্যাকসিন নেবে বাংলাদেশ।
এর মধ্যে, গত সপ্তাহে বেক্সিমকো ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে।
বেক্সিমকো এ মাসে বেসরকারিভাবে ভ্যাকসিনের বিপণন শুরু করার জন্য সেরামের কাছে আলাদাভাবে ১০ লাখ ডোজ ভ্যাকসিনের চাহিদার কথা জানায়।
প্রতিষ্ঠানটির একটি নথির বরাতে জানানো হয়, ‘সেরাম জানিয়েছে সরকারি টিকাদান কর্মসূচি এবং কোভ্যাক্সের আওতায় ভ্যাকসিন সরবরাহ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বেসরকারি ব্যবহারের জন্য প্রথম চালান (পাঁচ লাখ ডোজ) সরবরাহে দেরি হবে।’
‘এই দেরি কত দিন, তা এখনও পরিষ্কার নয়,’ উল্লেখ রয়েছে ওই নথিতে।
বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার গত মাসে রয়টার্সকে বলেন, ‘বেক্সিমকো সেরাম থেকে ভ্যাকসিনের ৩০ লাখ ডোজ কিনতে পারে, যেগুলো বেসরকারিভাবে প্রতি ডোজ আট ডলার করে বিক্রি হবে।’
Comments