৩ জনের মৃত্যু: বিষাক্ত মদ সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ১

Gazipur SP
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন গাজীপুর জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এ কে এম জহিরুল ইসলাম। ৫ ফেব্রুয়ারি ২০২১। ছবি: স্টার

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি রিসোর্টে বিষাক্ত মদপানে একটি বিজ্ঞাপনী সংস্থার তিন কর্মীর মৃত্যুর ঘটনায় দায়ী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানয়েছেন, গ্রেপ্তার জহিদ মৃধা (৪২) অবকাশযাপনে আসা কর্মীদের বিষাক্ত মদ সরবরাহ করেছিলেন।

আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) এ কে এম জহিরুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ ভোররাতে রাজধানী ঢাকার নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা জহিদ মৃধাকে (৪২) গ্রেপ্তার করেছেন। জহিদ মৃধা বরিশালের আগৈলঝরা উপজেলার আমবৌলা গ্রামের মৃত তৈয়াব আলী মৃধার ছেলে।

মামলার বিবরণী অনুযায়ী, গত ২৮ জানুয়ারি অবকাশযাপনে ঢাকার একটি বিজ্ঞাপনী সংস্থার ৪৩ কর্মী গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনয়নের পাবুর এলাকায় একটি রিসোর্টে যান। ৩০ জানুয়ারি দুপুর ১২টার দিকে তারা রিসোর্ট ত্যাগ করেন। সেখানে মদপানে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন ভূঁইয়া গত মঙ্গলবার মামলাটি দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, অজ্ঞাতপরিচয় একজন রিসোর্টের বাইরে থেকে মদ সরবরাহ করেছিলেন।

ওই রিসোর্টের সেলস এক্সিকিউটিভ রনি বলেন, তাদের রিসোর্টে বাইরে থেকে কোনো খাবার নিয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। অতিথির শরীর এবং ব্যাগ স্ক্যান করা হয়।

মদ কীভাবে ভেতরে গিয়েছিল জানতে চাইলে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

আরও পড়ুন

বিষাক্ত মদপানে ঢাকা ও বগুড়ায় ১২ জনের মৃত্যু

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago