ঝিনাইদহে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঝিনাইদহের কালীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার গান্না সড়কের কৃষি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত রাকিব হোসেন শহরের থানাপাড়ার মুরগিহাট এলাকার আবু বক্করের ছেলে।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাকিব মোটরসাইকেলযোগে শহর থেকে গান্না বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় কৃষি অফিসের সামনে অপরদিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকিব নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে, অপর মোটরসাইকেলটি পালিয়ে যায়।
Comments