২ বাসের মাঝে চাপা পড়ে প্রাণ গেল ৩ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দুই বাসের মাঝে চাপা পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস দুটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় দুই বাসের মাঝে চাপা পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস দুটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপাররা পালিয়ে গেছেন।

আজ শুক্রবার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনারগাঁও উপজেলার রায়েরটেক এলাকার ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুর শ্যামপুর গ্রামের মৃত মুকুল মিয়ার ছেলে ওহিদুল মিয়া (৩২) ও চাঁদপুর উদমদি গ্রামের মৃত নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘চট্টগ্রামগামী বোরাক পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাঁচপুর মোড়ে যাত্রী ওঠানামা করছিল। ওই বাসের পাশে দাঁড়িয়ে ছিল তিন জন। এ সময় দ্রুতগামী হোমনা সুপার সার্ভিসের একটি বাসা এসে বোরাক পরিবহনের বাসকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝে চাপা পড়ে তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিন জনের মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ বাস দুটিকে জব্দ করে। তবে এর চালক ও হেলপার পালিয়ে গেছে।  তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

‘মরদেহ কাঁচপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে,’ যোগ করেন তিনি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘যাত্রী ওঠানো ও কার আগে কে যাবে এ নিয়ে বোরাক পরিবহনের বাস ও হোমনা সুপার সার্ভিসের বাসটি প্রতিযোগিতা করছিল। এজন্য দ্রুতগতিতে এসে হোমনা সুপার সার্ভিসের বাসটি তিনজনকে চাপা দেয়।’

Comments