মিয়ানমার নিয়ে আসিয়ানের বৈঠক চায় ইন্দোনেশিয়া-মালয়েশিয়া
সামরিক অভ্যুত্থানের ফলে মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য দক্ষিণ-পূর্ব এশীয় (আসিয়ান) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকের আহ্বান জানিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
আজ শুক্রবার রয়টার্স জানায়, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো জানান যে, মিয়ানমার নিয়ে বিশেষ বৈঠক করার জন্য ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আসিয়ানের চেয়ার ব্রুনেইয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার দৈনিক জাকার্তা গ্লোব জানায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বর্তমানে ইন্দোনেশিয়া সফরে আছেন। জাকার্তায় দ্বিপাক্ষিক বৈঠকে তিনি ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদো মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
শুক্রবার জাকার্তার স্টেট প্যালেস থেকে দেওয়া একটি যৌথ প্রেস বিবৃতিতে জকো বলেন, ‘আসিয়ান দেশগুলোর আসিয়ান সনদকে বিশেষত আইনের শাসন, সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার ও সাংবিধানিক সরকারকে সম্মান করা জরুরি।’
এতে বলা হয়, ‘এক পরিবারের অংশ হিসেবে, আমরা মিয়ানমারের বিষয়ে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের একটি বিশেষ বৈঠকের জন্য আসিয়ান চেয়ারের সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীদের কথা বলার নির্দেশ দিয়েছি।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা মোকাবিলার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘মিয়ানমার গণতান্ত্রিক উত্তরণের এক ধাপ পিছিয়ে গেল। আমাদের আশঙ্কা, মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে।’
Comments