প্রায় ২ বছর পর সমগ্র জম্মু-কাশ্মীরে চালু হচ্ছে ফোর-জি ইন্টারনেট

প্রায় দুই বছর স্থগিত থাকার পর সমগ্র জম্মু ও কাশ্মীরে পুনরায় চালু হতে যাচ্ছে ফোর-জি ইন্টারনেট সেবা।
৩৭০ ধারা বাতিলের ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারায়। ছবি: রয়টার্স

প্রায় দুই বছর স্থগিত থাকার পর সমগ্র জম্মু ও কাশ্মীরে পুনরায় চালু হতে যাচ্ছে ফোর-জি ইন্টারনেট সেবা।

আজ শুকবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

জম্মু-কাশ্মীর প্রশাসনের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানসাল এক টুইটে জানান, সমগ্র জম্মু-কাশ্মীরে ফোর-জি মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু হচ্ছে।

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, শুক্রবার মধ্য রাত থেকে জম্মু ও কাশ্মীরে ফোর-জি ইন্টারনেট সেবা চালু হতে পারে।অ

ইন্ডিয়া টুডে জানায়, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল ঘোষণার আগে জম্মু ও কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। ৩৭০ ধারা বাতিলের ফলে জম্মু ও কাশ্মীর তার বিশেষ মর্যাদা হারায়। ফলে, জম্মু এবং কাশ্মীর ও লাদাই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়।

বিচ্ছিন্নতাবাদী এবং পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদকে জম্মু ও কাশ্মীরের উচ্চ গতির ইন্টারনেট নিষিদ্ধের কারণ হিসেবে উল্লেখ করেছিল সরকার।

গত বছরের আগস্টে, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছিল, জম্মু ও কাশ্মীরে ট্রায়ালভিত্তিতে ফোর-জি ইন্টারনেট অ্যাক্সেসের অনুমতির বিষয়টি একটি বিশেষ কমিটি খতিয়ে দেখছে।

কেন্দ্র বলেছিল, জম্মু অঞ্চলের একটি জেলা এবং কাশ্মীরের একটি জেলায় ফোরজি অ্যাক্সেস দেওয়া হবে। এরপর গত বছরের ১৬ আগস্ট গান্ডারবাল ও উধমপুর জেলায় ফোরজি ইন্টারনেট সেবা চালু হয়।

জম্মু-কাশ্মীরের বাকি জেলাতে ইন্টারনেট স্পিড টু-জিতে সীমাবদ্ধ ছিল।

Comments

The Daily Star  | English

How Islami Bank was taken over ‘at gunpoint’

Islami Bank, the largest private bank by deposits in 2017, was a lucrative target for Sheikh Hasina’s cronies when an influential business group with her blessing occupied it by force – a “perfect robbery” in Bangladesh’s banking history.

9h ago