মুমিনুলের ব্যাটে লিড বাড়াচ্ছে বাংলাদেশ

Mominul Haque- Litton Das
ছবি: ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৮ রানের লিড নিয়ে ফুরফুরে মেজাজে দিন শুরু করা বাংলাদেশ প্রথম সেশনে খুব একটা বিপাকে পড়েনি। মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে যোগ করেছে আরও  ১০২ রান। নিজের প্রিয় মাঠে আরও একটি সেঞ্চুরির আভাস দিচ্ছেন মুমিনুল হক। তাকে সঙ্গে দেওয়া লিটন দাসও হয়ে গেছেন থিতু। এই দুজনের ব্যাটে এর মধ্যে লিডও ছাড়িয়েছে তিনশো।

শনিবার চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৪৯ রান। লিড হয়ে গেছে ৩২০ রানের। অধিনায়ক মুমিনুল অপরাজিত আছেন ৮৩ রানে। ৩৮ রানে ব্যাট করছেন লিটন।

৩ উইকেটে ৪৭ রান নিয়ে নেমে সকালে খুব একটা সমস্যায় পড়েননি মুমিনুল-মুশফিক। উইন্ডিজ বোলারদেরও হয়ে উঠতে দেখা যায়নি তেমন ভয়ঙ্কর। নির্বিঘ্নে জুটি হচ্ছিল, লিড বাড়ছিল। দিনের দশম ওভারে গিয়ে প্রথম বিপর্যয়। থিতু হওয়া মুশফিক রাহকিম কর্নওয়ালের নিচু হওয়া বল পুল করতে গিয়ে ব্যাটে নিতে পারেননি। অনেকটা সময় নিয়ে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফুদৌল্লা সৈকত। রিভিউ নিয়েও বাঁচা যায়নি। বাংলাদেশ হারায় দ্বিতীয় রিভিউ।

সাকিব আল হাসানের চোটের কারণে ছয়ে নামেন লিটন। ক্রিজে তিনি এসে কিছুটা অস্বস্তিতে ছিলেন। তাকে ফেরাতে রিভিউ নিয়ে বিফল হয় ক্যারিবিয়ানরা। শুরুর জড়সড়ভাব কাটিয়ে লিটন পরে নেন নিয়ন্ত্রণ। খুব একটা ঝুঁকির দিকে যাওয়ায় বাদ দেন। এক, দুইয়ে ভর করেই রান বাড়াতে থাকেন তিনি।

পঞ্চম উইকেট জুটিতে ৭৬ রান তুলে অবিচ্ছিন্ন আছেন তারা।

সংক্ষিপ্ত স্কোর:

(চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত)

বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩০

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৫৯

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৯ ওভারে ১৪৯/৪ (সাদমান ৫, তামিম ০, শান্ত ০, মুমিনুল ৮৩*, মুশফিক ১৮, লিটন ৩৮*; রোচ ০/১৭, রাহকিম ৩/৬১, গ্যব্রিয়েল ১/২১, ওয়ারিকান ০/৩০, বোনার ০/১৩, ব্র্যাথওয়েট ০/৭)।

Comments

The Daily Star  | English

PR system a threat to democracy: Rizvi

Under the PR system, the party, not the people, will choose MPs, he says

53m ago