সহিংসতার আশঙ্কা, দিল্লিতে কৃষকদের ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি বাতিল
বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভে উত্তাল দিল্লি। আজ শনিবার ভারতজুড়ে ‘চাক্কা জ্যাম’ বা রাস্তা অবরোধের পরিকল্পনা থাকলেও দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে এটি বাতিল করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে কোনো রাস্তা অবরোধ করা হবে না। তবে আজ দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ভারতজুড়ে জাতীয় মহাসড়কগুলোতে শান্তিপূর্ণভাবে ‘চাক্কা জ্যাম’ প্রতিবাদ হতে পারে।
গতকাল শুক্রবার সংযুক্ত কিষাণ মোর্চা এক বিবৃতিতে এ কথা জানায়।
প্রজাতন্ত্র দিবসে ব্যাপক সহিংসতার পর আন্দোলনরত কৃষকরা জানান, তারা নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।
ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বলেন, ‘আগামীকাল (শনিবার) দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে রাস্তা অবরোধ করা হবে না। আমরা জানতে পেরেছি যে, কিছু লোক এই তিন জায়গায় সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’
এক বিবৃতিতে তিনটি নতুন আইন বাতিলের দাবিতে প্রতিবাদে অংশ নেওয়া সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ‘চাক্কা জ্যাম’ চলাকালীন অ্যাম্বুলেন্স ও স্কুল বাসের মতো প্রয়োজনীয় পরিষেবা বন্ধ করা হবে না।
Comments