এসএসসি-এইচএসসি পরীক্ষার সংশোধিত সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা সিলেবাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড।
SSC Exam Photo
স্টার ফাইল ছবি

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা সিলেবাস প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তৈরি এই সংক্ষিপ্ত সিলেবাস ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৫ জানুয়ারি এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছিল ঢাকা শিক্ষা বোর্ড।

সেসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন থেকে চার মাসে প্রস্তুতি নেওয়া যাবে এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

প্রকাশিত এ সিলেবাস নিয়ে আপত্তি ওঠায় এনসিটিবিকে পুনরায় সিলেবাস পুনর্বিন্যাস করার দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়।

প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাসে কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং সেই অধ্যায়ের জন্য কয়টি ক্লাস হবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সিলেবাসের আলোকেই এবারের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অটো পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেছেন, ‘কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে আপনারা যেভাবে আন্দোলন করছেন, এতে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। সব রকমের স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পরীক্ষার ব্যবস্থা করা হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে ডা. দীপু মনি বলেন, ‘২০২০ সালে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছিল। কিন্তু, তখন সংক্রমণের হার বেশি থাকায় সরকার তাদের নিরাপত্তার কথা ভেবে অটো পাসের চিন্তা করে। কিন্তু, ২০২১ সালের পরীক্ষার্থীদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।’

‘তারা তেমন প্রস্তুতি নিতে পারেনি। সুতরাং, তাদের অটো পাস দেওয়া সম্ভব নয়। সংক্রমণের হারও আস্তে আস্তে কমে যাচ্ছে,’ বলেন তিনি।

Comments

The Daily Star  | English
Why university rankings should matter

Why university rankings should matter

While no ranking platform is entirely comprehensive or flawless, it is better to participate in reliable ones.

8h ago