বরিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
বরিশালের গৌরনদী উপজেলায় কাভার্ডভ্যানচাপায় তিন জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বিকল ট্রাক দড়ি বেঁধে টেনে নিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যান চাপা দিলে তিন জনের মৃত্যু হয়। আজ শনিবার ভোররাতে উপজেলার ভুরঘাটা ও ইল্লার মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন— ট্রাকের মালিক আকতার হোসেন (৩৩), ট্রাকচালক মো. রাসেল (২২) ও তার সহকারী মো. সোহান (২২) নিহত হন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ভুরঘাটা ও ইল্লার মধ্যবর্তী এলাকায় একটি বিকল ট্রাক বেঁধে টেনে নিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
Comments