জানুয়ারিতে সড়ক দুর্ঘটনা ৪২৭ নিহত ৪৮৪ আহত ৬৭৩

ছবি: রোড সেফটি ফাউন্ডেশন

চলতি বছরের জানুয়ারি মাসে দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় ৪৮৪ জন নিহত এবং ৬৭৩ জন আহত হয়েছেন। এই সময়ে চারটি নৌ-দুর্ঘটনায় সাত জন নিহত, চার জন আহত এবং ছয় জন নিখোঁজ হন। ১১টি রেল দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ছয় জন আহত হয়েছেন।

আজ শনিবার রোড সেফটি ফাউন্ডেশন এ পরিসংখ্যান প্রকাশ করে। এতে বলা হয়, নিহতের মধ্যে ৯২ শতাংশ নারী ও ৪৭ শতাংশ শিশু।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজপোর্টাল এবং ইলেক্টনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গত মাসে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন নিহত হন। দুর্ঘটনায় ১৪৬ জন পথচারী নিহত হয়েছেন। চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন। ১৫৩টি দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ১০৭টি আঞ্চলিক সড়কে, ৯৭টি গ্রামীণ সড়কে, ৫৯টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১১টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

Comments

The Daily Star  | English

Cops gathering info on polls candidates

Based on the findings, law enforcers will assess security needs in each constituency and identify candidates who may pose risks.

12h ago