হাসানের কল্যাণে ব্যাটিং বিপর্যয়ের পরও এগিয়ে পাকিস্তান

তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৯ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। সবমিলিয়ে তাদের লিড ঠিক ২০০।
hasan ali
ছবি: পিসিবি টুইটার

গোটা সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ভীষণ ছন্নছাড়া। পেসার হাসান আলীর তোপে আরও একবার দুইশো পেরিয়ে গুটিয়ে যায় তারা। এরপর পাকিস্তানও পড়ে ব্যাটিং বিপর্যয়ে। তবে প্রথম ইনিংসে পাওয়া লিডের কারণে কিছুটা এগিয়ে রয়েছে তারা।

শনিবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১২৯ রান তুলেছে স্বাগতিক পাকিস্তান। সবমিলিয়ে তাদের লিড ঠিক ২০০। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান ২৮ ও হাসান ০ রানে।

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস থামে ২০১ রানে। আগের দিনের ৪ উইকেটে ১০৬ রান নিয়ে খেলতে নেমেছিল তারা। হাসান ৫ উইকেট নেন ৫৪ রানে। তিনি জ্বলে ওঠায় সফরকারীরা শেষ ৪ উইকেট হারায় মাত্র ১৫ রানে।

এক প্রান্ত আগলে ব্যাটিং করা টেম্বা বাভুমা অপরাজিত থাকেন সর্বোচ্চ ৪৪ রানে। দিনের শুরুতে অধিনায়ক কুইন্টন ডি ককের বিদায়ের পর উইয়ান মুল্ডারের সঙ্গে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেন ৫০ রান।

মুল্ডার ৩৩ করে রানআউটে কাটা পড়ার পর বেশিদূর এগোয়নি প্রোটিয়াদের ইনিংস। জর্জ লিন্ডে দ্রুতগতিতে ২১ রান আনলেও তাকে থামান হাসান। শেষ পর্যন্ত পাকিস্তান পায় ৭১ রানের লিড, যা লো-স্কোরিং ম্যাচে বিশাল প্রাপ্তিই বটে।

পাকিস্তান দ্বিতীয় ইনিংসে কোনো রান তোলার আগেই ইমরান বাটকে সাজঘরে পাঠান কাগিসো রাবাদা। ইনিংসের তখন পঞ্চম ওভার চলছিল! পরের দিকে ছড়ি ঘোরান দুই বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ ও জর্জ লিন্ডে।

মহারাজ প্রথমে আউট করেন আরেক ওপেনারকে আবিদ আলীকে। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও টিকতে দেননি তিনি। থিতু হয়ে যাওয়া আজহার আলী ও ফাওয়াদ আলমকে ফিরিয়ে এরপর বড় ঝাঁকুনি দেন লিন্ডে।

৭৬ রানে ৫ উইকেট হারানো দলকে এরপর টানেন মোহাম্মদ রিজওয়ান ও ফাহিম আশরাফ। বাকি সময়টা প্রায় নির্বিঘ্নেই পার করে দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তারা। কিন্তু দিনের খেলার নয় বল বাকি থাকতে ফাহিমের উইকেট তুলে নেন লিন্ডে।

আজহার করেন ৩৩ রান। ফাহিমের ব্যাট থেকে আসে ২৯। লিন্ডে ১২ রানে পান ৩ উইকেট। ঝুঁলিতে ২ উইকেট পুরতে মহারাজের খরচা ৭৪ রান।

সংক্ষিপ্ত স্কোর:

(তৃতীয় দিন শেষে)

পাকিস্তান প্রথম ইনিংস: ২৭২

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬৫.৪ ওভারে ২০১ (আগের দিন ১০৬/৪) (বাভুমা ৪৪*, ডি কক ২৯, মুল্ডার ৩৩, লিন্ডে ২১, মহারাজ ১, রাবাদা ০, নরকিয়া ০; আফ্রিদি ১/৩৭, হাসান ৫/৫৪, ফাহিম ১/২০, নুমান ১/৩৬, ইয়াসির ০/৫৪)।

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৫১ ওভারে ১২৯/৬ (ইমরান ০, আবিদ ১৩, আজহার ৩৩, বাবর ৮, ফাওয়াদ ১২, রিজওয়ান ২৮*, ফাহিম ২৯, হাসান ০*; রাবাদা ১/৪, নরকিয়া ০/২৪, মহারাজ ২/৭৪, মুল্ডার ০/১১, লিন্ডে ৩/১২)।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

1h ago