রেফারিং নিয়ে পিকের সঙ্গে একমত নন বার্সা কোচ

ছবি: সংগৃহীত

রেফারিং নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে লা লিগায় এ নিয়ে একটু বেশিই বিতর্ক হচ্ছে। আর তা আরও বাড়িয়ে দিয়েছেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্দ পিকে। অধিকাংশ রেফারিরা রিয়াল মাদ্রিদের পক্ষেই সিদ্ধান্ত দেন বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে তার এ মন্তব্যের সঙ্গে একমত নন খোদ তাদের দলের প্রধান কোচ রোনাল্ড কোমান।

আজ রোববার রাতে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। এ ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে পিকের মন্তব্যের বিরোধিতা করেন কোমান। তবে এ ডাচ কেবল চলতি মৌসুম প্রসঙ্গে কথা বলতে চেয়েছেন, 'ওইগুলো (পিকের) কথা। আমি এ মৌসুম নিয়ে কথা বলতে পারি, আগের মৌসুম নিয়ে নয়।'

রেফারিরা নির্দিষ্ট কাউকে সমর্থন করেন না বলেই মনে করেন বার্সা কোচ, 'কিছু সিদ্ধান্তে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। তবে আমার মনে হয় না তারা সরাসরি আমাদের বিরোধিতা করেছে। সে সিদ্ধান্তগুলো কিছু রেফারির ছিল এবং কিছু ভিএআরের। আমি সবসময় ভাবি রেফারিরা সিদ্ধান্তগুলো সৎভাবেই বেয়। তারা যা দেখে তার ভিত্তিতেই সিদ্ধান্ত দেয় এবং কোনো দলকে সমর্থন করে না।'

বৃহস্পতিবার ইউটিউব শো ‘পোস্ট ইউনাইটেড’কে দেওয়া সাক্ষাৎকারে পিকে বলেছিলেন, ‘সেদিনই সাবেক এক রেফারি বলছিলেন, অধিকাংশ রেফারি রিয়াল মাদ্রিদকে সমর্থন করে। তাহলে তারা কেন মাদ্রিদের পক্ষে বাঁশি বাজাবে না? এমনকি অবচেতনভাবে হলেও তারা এক দলের পক্ষে কি অন্য দলের চেয়ে বেশি সিদ্ধান্ত দিবে না?’

মূলত স্পেনের সাবেক রেফারি এদুয়ার্দো গঞ্জালেজের এক মন্তব্যকে উল্লেখ করে এমন মন্তব্য করেছিলেন পিকে। গঞ্জালেজ দাবী করেছিলেন, দেশটির বেশিরভাগ অফিসিয়াল রিয়ালের ভক্ত। হিসাব করে দেখলে অফিসিয়ালদের শতকরা ৯০ শতাংশ রিয়ালের এবং মাত্র ১০ শতাংশ তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার সমর্থক হবে বলেও উল্লেখ করেন তিনি। স্প্যানিশ গণমাধ্যমে ফলাও করে ছেপেছিল সে সংবাদ।

তবে তাদের মন্তব্যের সঙ্গে একমত নন বার্সা কোচ কোমান। অথচ অনেক ম্যাচেই রেফারিং নিয়ে সরাসরি অভিযোগ করতে দেখা গিয়েছে এ কোচকে।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

12h ago