টিকা না নিয়ে এমপির ফটোসেশন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ করোনাভাইরাসের টিকা নেওয়ার ভান করে ছবি তুলে আলোচনার জন্ম দিয়েছেন।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এমন ফটোসেশন করেন এমপি। ফটোসেশনের একটি ছবি দ্য ডেইলি স্টারের হাতে এসেছে।

ছবিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স এমপি শিউলি আজাদকে টিকা দিচ্ছেন, এমন ভান করে আছেন তিনি। কিন্তু আসলে তিনি টিকা নেননি। ছবিটিতে এমপি ও নার্স ছাড়াও আরও অন্তত ১০ জনকে দেখা যাচ্ছে। এদের মধ্যে আছেন সরাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা।

খোঁজ নিয়ে জানা যায়, এমপি শিউলি আজাদ করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে জাতীয় সংসদ ভবনে নিবন্ধন করেছেন। তিনি আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন।

এমপির ফটোসেশনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোমান মিয়া, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বারসহ স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

যোগাযোগ করা হলে এমপি শিউলি আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি যেখানে টিকা গ্রহণের ছবি তুলেছি, সেখানে তো কোনো ব্যানার ছিল না। আমি আন-অফিশিয়ালি এটা করেছি।’

টিকা নিতে ভয় পাওয়া একজন নারীকে অভয় দিতে গিয়ে তিনি এমনটি করেছেন বলেও দাবি করেন। একজনকে সাহস দিতে গিয়েও যদি এমন বিতর্কের সৃষ্টি করা হয়, তাহলে আমরা কীভাবে কাজ করব, প্রশ্ন রাখেন এই এমপি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এই উপজেলায় এ পর্যন্ত ৪৬০ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। আজ দুপুরে প্রথম টিকা নেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম। প্রথম দিন টিকা নিয়েছেন ৬৩ জন।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

46m ago