শীর্ষ খবর

৪০তম বিসিএস: খাতা পুনর্মূল্যায়নের দাবিতে পিএসসির সামনে অবস্থান

সদ্য প্রকাশিত ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন ওই পরীক্ষায় অংশ নেওয়া শতাধিক চাকরিপ্রার্থী। আজ আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। গত সপ্তাহে তারা খাতা পুনর্মূল্যায়নের দাবিতে পিএসসিতে আবেদনও জানিয়েছিলেন।

সদ্য প্রকাশিত ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন ওই পরীক্ষায় অংশ নেওয়া শতাধিক চাকরিপ্রার্থী। আজ আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। গত সপ্তাহে তারা খাতা পুনর্মূল্যায়নের দাবিতে পিএসসিতে আবেদনও জানিয়েছিলেন।

গত বছরের শুরুতে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন প্রায় ২০ হাজার প্রার্থী। প্রায় এক বছর পর চলতি বছরের ২৭ জানুয়ারি এই পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৯৬৪ জন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এমন শতাধিক পরীক্ষার্থীর দাবি, প্রকাশিত ফলাফলে ওএমআর ওভারল্যাপিং অথবা কোনো কারিগরি ত্রুটির কারণে অনেক ভালো ফল প্রত্যাশীরাও বাদ পড়েছেন। এর পরিপ্রেক্ষিতে ১, ৩ ও ৭ ফেব্রুয়ারি আলাদা তালিকাসহ পিএসসিতে তারা তিনটি আবেদন করেছেন।

ফল আবার যাচাইয়ের অনুরোধ জানানো অন্তত অর্ধশত প্রার্থী ডেইলি স্টারের সঙ্গেও যোগাযোগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে স্নাতকোত্তর একজন প্রার্থী বলেন, তিনি আগেও দুটি বিসিএসে উত্তীর্ণ হয়েছেন। এবার যে মানের পরীক্ষা দিয়েছেন তাতে তিনি পাস করার ব্যাপারে নিশ্চিত।

তবে পিএসসি বলছে, ৩৮তম বিসিএস থেকে দুজন পরীক্ষক খাতা মূল্যায়ন করছেন। নম্বরের ব্যবধান বেশি হলে খাতা তৃতীয় নিরীক্ষকের কাছে যাচ্ছে। কাজেই ভুল হওয়ার সুযোগ কম।

বিভিন্ন পদে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার কর্মকর্তা নেওয়ার জন্য ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন।

২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা হয়। ৩ লাখ ২৭ হাজার জন তাতে অংশ নেন। ওই বছরের ২৫ জুলাই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের জানুয়ারিতে লিখিত পরীক্ষা হলেও মহামারির কারণে ফল আটকে ছিল। চলতি বছরের ২৭ জানুয়ারি এই পরীক্ষার ফল প্রকাশ হয়।

Comments

The Daily Star  | English

Cox's Bazar Express sets off on first journey

The Cox's Bazar Express started its maiden journey from Cox's Bazar Railway Station with 1,020 passengers

31m ago