প্রথমদিন ভ্যাকসিন নিলেন ৩১,১৬০ জন
দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির প্রথমদিনে আজ রোববার মোট ৩১ হাজার ১৬০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা সিস্টেমের তথ্যানুসারে, আজ ২৩ হাজার ৮৫৭ জন পুরুষ ও সাত হাজার ৩০৩ জন নারী ভ্যাকসিন নিয়েছেন।
তাদের মধ্যে ২১ জনের অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাজেশন (এইএফআই) বা পার্শ্বপ্রতিক্রিয়া ধরা পড়েছে।
আজ সারাদেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। প্রথম ধাপে সামনের সারির কর্মী ও ৫৫ বছর বা তার বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
Comments